কারক ও বিভক্তি-1

30
1. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
2. আরেফ 'বই' পড়ে- বাক্যে 'বই' শব্দটি কোন কারক কোন বিভক্তি?
3. বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' - কোন কারকে কোন বিভক্তি?
4. 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন' - বাক্যে নিম্নরেখ পদটি কোন কারকে কোন
5. 'শিশুগণ দেয় মন নিজ নিজ 'পাঠে' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
6. হৃদয় আমার নাচরে 'আজিকে' বাক্যে 'আজিকে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
7. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
8. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি উদাহরন আছে কোন বাক্যটি?
9. 'এমন ছেলে আর দেখিনি' - বাক্যে ‘এমন ছেল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
10. 'নদীর মাছ সুস্বাদু' - বাক্যে ‘নদীর’ শব্দটি কোন কারক কোন বিভক্তি?
11. 'আকাশে তো আমি রাখিনিই মোর উড়িবার ইতিহাস' --- 'এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
12. 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ---এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
13. 'পারের দিন উৎসব' - বাক্যে ‘দিন’ শব্দটি কোন কারকের উদাহরণ?
14. গুরুজনে কর ভক্তি - 'গুরুজনে' কোন প্রকারের কারক?
15. 'বাড়ি থেকে নদী দেখা যায়'- বাক্যে 'বাড়ি’ শব্দ কোন কারকে কোন বিভক্তি?
16. 'আমার গানের মালা আমি করব কারে দান' - বাক্যে “কারে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
17. 'এই বনে (বাঘের) ভয় নাই' বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?